শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ডিবি পরিচয়ে ছিনতাই চট্টগ্রামে ২জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৩:৫৬ পিএম

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মোঃ জাহেদুল ইসলাম (৪৪) ও মোঃ খোকন মিয়া (৩০)। সোমবার নগরীর বিআরটিসি বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন।
ওসি বলেন, মামলার বাদি মোঃ কাউছার আলমকে (৩০) রোববার রাতে জিম্মি করে তার কাছ থেকে নগদ ১৯০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ওই দুই ছিনতাইকারী। পরে পুলিশ তাদের পাকড়াও করে এবং টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়। আসামীদ্বয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাদীকে ভয়ভীতি দেখায় বলেও জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন