শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শ্যামল কান্তিসহ ধর্মদ্রোহী নাস্তিকদের ফাঁসি দিতে হবে-তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তাহরিকে খাতমে নবুওয়্যাত বাংলাদেশ-এর উদ্যোগে বন্দর পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত আল্লাহ ও মুসলমানদের বিরুদ্ধে কট‚ক্তি করার অপরাধে তার ফাঁসির দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুনাযেরে মিল্লাত আমীর তাহরিকে খাতমে নবুওয়াত ড. মুফতি সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী। বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তবিদ সংগঠনের মহাসচিব ও গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, প্রেসেডিয়াম সদস্য মাওলানা নেয়ামত উল্লাহ আব্বাসী, মাওলানা ওবায়েদুল্লা আব্বাসী মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহিম সাহেব প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মুসলমানের সবকিছুর উর্ধ্বে তার ঈমান ও ইসলাম। শ্যামর কান্তি কর্তৃক আল্লাহ, রাসূল (সাঃ), ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি ও অপমান করে বিশ্বের ঈমানদার মুসলমানদের অন্তরের রক্তক্ষরন ঘটিয়েছে পৃথিবীর সকল মুসলমানদের অপমান করেছে। তাকে ক্ষমা করার কোন সুযোগ নেই। কোন অবস্থাতেই এ ধরনের অপরাধীদের পার পেয়ে যেতে দেয়া যায় না। পৃথিবির যেকোন প্রান্তে যে কোন ব্যাক্তি আল্লা রাসুল ইসলাম ও মুসলমানদের নিয়ে কট‚ক্তি করবে অথবা অপমান করবে আমরা তার বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশা আল্লা। শ্যামল কান্তির এই জঘন্ন অপরাধের জন্য তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করছি। তিনি আরো বলেন যারা এ ধরনের অপরাধিদের পক্ষাবলম্বন করবে তাদেরকে বাচানোর চেষ্টা করে ধর্মিয় উম্মাদনার ¯ৃষ্টি করার চেষ্টা করবে আমরা তাদেরকেও সম অপরাধের অপরাধি হিসেবে এবং রাষ্ট্রদ্রোহী হিসেবে তাদের শাস্তি দাবী করছি। তিনি সকল বামপন্থী নাস্তিকদের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কেহ নাস্তিক শ্যামল কান্তিসহ এ ধরনের কটুক্তিকারিদের বাঁচানোর জন্য তার পক্ষ অবলম্বন করে কোনো প্রকার ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবে অথবা কোন মঞ্চ তৈরি করার চেষ্টা করবে তাহলে তা প্রতিহত করা হবে। আমরা কাউকে বাঁচানোর জন্য নয় বরং ঈমানি দায়িত্ব নিয়ে ইসলাম বিরোধিদের বিচারের দাবিতে আমাদের এ অবস্থান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন