ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবিতে পদযাত্রা শুরু করেছেন হানিফ বাংলাদেশী নামের এক তরুণ। সে নিজেকে ‘ভোটাধিকার ও সুশাসনে জাতীয় ঐক্য’ নামের একটি সংগঠনের সদস্য বলে পরিচয় দেন। গত ১৪ মার্চ দেশের দক্ষিণ প্রান্তের টেকনাফ থেকে পায়ে হেটে উত্তরে তেতুলিয়ার দিকে রওয়ানা হয়েছেন।
গতকাল সোমবার তিনি বগুড়ায় পৌঁছান। বিকেলে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জানান, রাষ্ট্রের মালিক জনগণ। আর জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হল ভোটাধিকার। স্বাধীনতার পর তত্ত¡াবধায়ক সরকার ছাড়া যখন যে দল ক্ষমতায় ছিল তারাই ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে তা মহামারির আকার ধারণ করেছে। এই অবস্থায় জাতীয় নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলা খুবই জরুরি। পায়ে হেটে সারাদেশ ঘোরার উদ্দেশ্য হল মানুষের বিবেকের দরজায় করাঘাত করা। হানিফ বাংলাদেশী তার সম্পর্কে জানান, তিনি নোয়াখালীর অধিবাসী। একটি ট্রেডিং কোম্পানির ছোট পদে চাকুরী করেন। পদযাত্রার সময়টুকু তিনি ছুটি নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন