শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হেল্থ চেক-আপ কর্মসূচি, স্ট্রোক পুনর্বাসন ও ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

রাজধানী উত্তরাস্থ আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে আন্তর্জাতিকমানের পূর্ণাঙ্গ হেল্থ চেক-আপ কর্মসূচি, স্ট্রোক পুনর্বাসন ও ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
গতকাল এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক, ড. এম এহ্ছানুর রহমান, সাধারণ সম্পাদক ড. এসএম খলিলুর রহমান, আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের মেডিকেল সার্ভিসেস-এর পরিচালক প্রফেসর ডা. কামরুজ্জামান চৌধুরী এবং হাসপাতালের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক ইফতেখারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, সকলের সহযোগিতায় এই ক্যান্সার হাসপাতাল গড়ে উঠেছে। মানুষের এই সেবার জন্য যারা হাত বাড়িয়েছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, অত্যন্ত স্বল্পমূল্যে হেল্থ চেক-আপ কর্মসূচির আওতায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, কিডনী ফাংশন, রক্তের সম্পূর্ণ পরীক্ষা, সংক্রামক রোগের পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা, মুত্রনালীর সংক্রমণ, ডায়াবেটিস, বুকের এক্সরে, কোলেস্টরেল পরিমাপ, হার্টের অবস্থা নির্ণয়, চোখের প্রাথমিক পরীক্ষা, দাঁতের পরীক্ষা করা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন