কাঁঠাল নিয়ে দুবাই যাচ্ছিলেন হাটহাজারীর আবদুস শুক্কুর (৩৬)। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার মালামাল তল্লাশির সময় কাঁঠালের নিচে পাওয়া যায় বিদেশি মুদ্রা। প্রায় ৫০ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ তাকে আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। গতকাল (বুধবার) বিকেলে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওই যাত্রী দুবাই যাওয়ার কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি কাঁঠাল ও দুইটি আনারসের কার্টনে অবৈধ পণ্য রয়েছে বলে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে কাঁঠালের নিচে আলাদা একটি স্তরে বিদেশি মুদ্রাগুলো পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন