কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বিক্রি করার অভিযোগে আলা উদ্দিন (৩০) ও মো. হোসেন (৪০) নামে দুইজন ব্যবসায়ীকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বুুধবার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভ‚মি) মো. ইয়াছিন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আলা উদ্দিন কবিরহাট উপজেলার ভুঞারহাট এলাকার মৃত ছিদ্দিক উল্যাহ ও মো. হোসেন একই এলাকার রফিক উল্যার ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আলা উদ্দিন ও মোঃ হোসেন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে বিক্রি করে আসছে। গত ৫ মার্চ উক্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা নেয়। কিন্তু এরপরও তারা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা চালিয়ে আসছে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মজুদ রাখা অবৈধ গ্যাস সিলিন্ডারগুলো জব্দ করে তাদের দুইজনকে আটক করে। পরে তাদের বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১১/২(খ) ধারা লংঘন করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে ব্যবসা করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন