বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মুক্তির দাবিতে যশোরে প্রতীক অনশন কর্মসূচি হয়। বৃহস্পতিবার লালদীঘি পাড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মসূচীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক এড.সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সিনিয়র যুগ্মসম্পাদক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন