শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পেঁয়াজভর্তি ট্রাকে ফেন্সিডিল, আটক ২

সাতক্ষীরা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১:৩৫ পিএম

সাতক্ষীরায় পেঁয়াজের ট্রাকে সাড়ে ১৪’শত বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া নামকস্থান থেকে পুলিশ আটক করে।

আটককৃতরা হলেন, ট্রাক ড্রাইভার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর পুত্র রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।

তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমান ফেন্সিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়া নামকস্থানে তল্লাসি শুরু করে।

এসময় ট্রাকটি তল্লাসি করে সাড়ে ১৪শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলগুলো ট্রাকের বিশেষ কায়দায় লুকায়িত ছিল। পুলিশ ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন