ভিসির পদত্যাদের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিকী অনশন পালন অব্যাহত রয়েছে। টানা দশম দিনের মতো শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা জানান, যতদিন তাদের দাবি অনুযায়ী ভিসি পদত্যাগ না করবেন, ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে উপাচার্য শিক্ষার্থীদের কটূক্তি করেন। এই কটূক্তি প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে ২৭ মার্চ থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওয়ায় তার পদত্যাগ দাবির একদফা আন্দোলন শুরু করেন তারা।
মন্তব্য করুন