নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কেরণখলা গ্রামের রাস্তায় শুক্রবার বিকাল ৩টার দিকে লড়ির চাপায় ইমন (১০) নামক এক শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরণখলা গ্রামের মোঃ মঞ্জু মিয়ার শিশু পুত্র ইমন বিকালে নোয়াগাঁও গ্রামের হেলাল উদ্দিনের লড়ির (মাটি টানার পাওয়ার টিলার) নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে একটি প্রভাবশালী চক্র ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে সালিশের মাধ্যমে বিষয়টির মিমাংসা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি লড়ি দুর্ঘটনায় শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা করতে অস্বীকার করেন। তবে ১ লক্ষ ১০ হাজার টাকার বিনিময়ে মিমাংসা হয়েছে কিনা তা আমার জানা নেই।
উল্লেখ্য, গত বুধবারও লড়ি চাপায় দূর্গাপুরের শুকনাকুড়ি এলাকায় ২ জনের মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন