শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরের বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা দুর্বল

যশোর থেকে শাহেদ রহমান : | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম


 রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাÐের পর যশোরে মাসব্যাপী তদন্ত শুরু করেছে যশোর ফায়ার সার্ভিস। তদন্তের প্রথমেই ফায়ার সার্ভিসের টিম যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কসহ পাঁচটি বহুতল ভবনে অগ্নিকাÐ প্রতিরোধ ব্যবস্থাপনা পরির্দশন ও তথ্য সংগ্রহ করে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন বহুতল ভবন শেখ হাসিনা সফটওয়ার পার্কে গিয়ে অগ্নিনির্বাপণের সব সরঞ্জাম দেখতে পায় তদন্তকারী টিম। কিন্তু তার সবই অচল। ফ্লোরে ফ্লোরে থাকা ফায়ার এক্সটিংগুইশারগুলোও কোনো কাজ করছে না। এছাড়া শহরের নোভা মেডিকেল ও হোটেল হাসান ইন্টারন্যাশনালের ভবনে অগ্নিনির্বাপণের দুর্বল ব্যবস্থা দেখতে পায় টিম। এসময় তাদেরকে দ্রæত অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল করার তাগিদ দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপ-পরিচালক ওয়াদুদ হোসেন সাংবাদিকদের জানান, ‘মাসব্যাপী তদন্তের অংশ হিসেবে যশোর আইটি পার্কসহ কয়েকটি ভবনে দেখা গেছে অগ্নিনির্বাপনের সকল ব্যবস্থা থাকলেও তা সম্পূর্ণ অচল ও অকার্যকর।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন