শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৭:৩৪ পিএম

সীমান্তে মিয়ানমারের সাথে বিভিন্ন ধরনের উত্তেজনার প্রেক্ষিতে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। ১৯৯৭ সাল পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে তৎকালীন সীমান্তরক্ষী বিডিআর বাহিনী মোতায়েন থাকলেও ১৯৯৭ সালের পর তা প্রত্যাহার করা হয়েছিল।

৭ এপ্রিল হঠাৎ করে আবারও সেন্টমার্টিন পাহারায় নিযুক্ত করা হলো বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক তথ্যবিবরণী থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহসিন রেজা সংবাদ মাধ্যমকে জানান, জরুরী কোন বিষয় নয়, সেন্টমার্টিন পাহারায় এখন থেকে বিজিব সদস্যারা দায়িত্ব পালন করবে। তবে উত্তজনার কোন কারন নেই।

ধারণা করা হচ্ছে সম্প্রতি বেশ কয়েকবার সেন্টমার্টিনকে মিয়ানমার তাদের ভূখণ্ড বলে দাবি করার প্রতিবাদে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন