স্টাফ রিপোর্টার : রাজধানীর শাহবাগে অজ্ঞাত এক তরুণির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার) সকাল ৮টার দিকে আজিজ সুপার মার্কেটের সংলগ্ন রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তরুণিকে মৃত বলে ঘোষণা করেন।
মেডিকেল ও থানা সূত্র জানায়, আনুমানিক ১৮ বছর বয়সের এ তরুণিকে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় পড়ে থাকতে দেখেন গ্রীন রোডস্থ সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক আরবি। এ সময় তরুণির মাথা ও শরীর দিয়ে রক্ত ঝরছিলো। ডা. আরবি তরুণিকে উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তরুণিকে কেউ হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে গেছে নাকি দুর্ঘটনায় মারা গেছে তা নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে, তরুণির মাথায় আঘাত করে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধারকালে প্রিন্টের সেলোয়ার-কামিজ পরিহিত এ তরুণির পরিচয় গতকাল সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি। নিহতের লাশটি পড়ে আছে ঢাকা মেডিকেল মর্গে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন