চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার মহাজনের শোকসভা গতকাল সোমবার ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, রাশেদ রউফ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, জাহিদুল করিম কচি প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, স্বপন মহাজন একজন নীতিবান সৎ সাংবাদিক ছিলেন। সাংবাদিকদের কল্যাণ এবং মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন