শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘বর্ষবরণে মুখোশ নয় ৬টায় অনুষ্ঠান শেষ’

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

পহেলা বৈশাখের অনুষ্ঠানে ব্যাগ বহন ও মুখোশ পরা যাবে না জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। গতকাল সোমবার চট্টগ্রামের পহেলা বৈশাখ অনুষ্ঠান আয়োজকসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালীর প্রাণের উৎসব। এ আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। তাই আমাদের তল্লাশিসহ সুইপিং ব্যবস্থা খুশি মনে মেনে নেবেন।
তিনি জানান, পহেলা বৈশাখে সিএমপির পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানস্থলের পাশে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ও ওয়াচ টাওয়ার স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারির কথাও জানান তিনি। প্রতিটি দর্শককে আর্চওয়ে পেরিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। সন্ধ্যা ছয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গতবছর পাঁচটা পর্যন্ত থাকলেও এবছর ছয়টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। সমন্বয় সভায় অনুষ্ঠান আয়োজকদের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন