সব ভেদাভেদ ভুলে বিশ্ব মুসলমানকে এক কাতারে শামিল হতে হবে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর ঐক্যের কোন বিকল্প নেই। মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী একথা বলেন। তিনি বলেন, মুসলিম জাতি পৃথিবীর সর্বসেরা জাতি। অর্ধজাহান শাসনের গৌরবময় ইতিহাস একমাত্র মুসলমানদেরই রয়েছ। দুঃখের বিষয় সেই ঐতিহ্য হারিয়ে আজ বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে।
গত রোববার রাতে কক্সবাজার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ২৬ তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে আল্লামা আনসারী এসব কথা বলেন। রোববার রাতে পুরাতন পানবাজার সড়কে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আনসারী সূরা আলে ইমরান থেকে আলোচনা করতে গিয়ে বলেন, যার কাছে হেদায়েতের আলো নাই তার জীবন ষোলআনাই বৃথা। এই সমাজ ভাঙতে হবে, কুরআনের আলোকে নতুন সমাজ গড়তে হবে। নতুন সমাজ বিনির্মাণের জন্য কোরআনের আদর্শের বিকল্প নেই। নবীর আদর্শভিত্তিক সমাজ গড়তে পারলেই মুসলিম জীবনের স্বার্থকতা। এতে করে বিশ্বব্যাপী এক শান্তময় সমাজ প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, ধর্মের নামে একটা গোষ্ঠী মুসল্লিদের বিভক্ত করছে। নামাজে হাত ওঠানো নিয়ে বিতর্ক কাম্য নয়। এসব লোকদের বিষয়ে সতর্ক হওয়া উচিত।
মাহফিলে বিশেষ বক্তা ছিলেন, শহরের বড় বাজারজামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ ডা. মুহাম্মদ আমিনের সভাপতিত্বে ঐতিহ্যবাহী এই মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আবু জাফর ছিদ্দিকী, অ্যাডভোকেট নেজাম উদ্দিন।
মাহফিলে উপস্থিত ছিলেন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হাসান, রিয়াজ মুহাম্মাদ শাকিল, রাশেদ আবেদীন সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক বশির খান, অর্থ সম্পাদক মোবারক হোসেন মুন্না, সহ অর্থ সম্পাদক বদরুল ইসলাম খাঁন, প্রচার সম্পাদক এম ইউ বাহাদুর, অফিস সম্পাদক অলি আহমদ জিয়া, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিনুল হক, নাজিম উদ্দীন, সাইফুল আজম বাবু, আলি আজগর, ফরিদুল কবির, আলম মাসুদ, জসিম উদ্দিন, তওহিদুল ইসলাম, মোবারক, মোরশেদ, নাসির উদ্দিন। ছাত্র নেতা রিদুয়ানুল হক জিসান প্রমুখ। তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সরওয়ার রোমন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন