শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ১২:৫৩ পিএম

আড়াইহাজারে ২ পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যরচর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে টেটাবিদ্ধ হানিফা (৬৫) ও আঃ রশিদকে (৬৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং জুয়েল (৩০), দিলুফা (৩০) ও আলমশাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যারচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরা নিয়ে আঃ রশিদ ও হানিফার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষ টেটা বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ ৮ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন