শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেসিসিতে দুদকের অভিযান

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৯, ৪:২৩ পিএম

অনিয়মসহ লাইসেন্স করতে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় অভিযান চালিয়েছে। এ সময় দুদক অভিযোগের সত্যতা পেয়েছে।
বুধবার দুপুরে কেসিসির লাইসেন্স শাখায় অভিযান চালায় দুদক। তবে এই বিষয়ে কথা বলতে গেলে কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুদক কী কারণে অভিযান চালিয়েছে তা আমি জানি না। তাদের কাছ থেকেই জেনে নিন।
দুদকের খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাওন মিয়া জানান, দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয় কেসিসির লাইসেন্স শাখায়। সেখানে গিয়ে কাগজ পত্রে অনেক অনিয়মসহ লাইসেন্স করার ক্ষেত্রে অবৈধভাবে অর্থ আদায়ের সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে মামলা দায়ের করার জন্য দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন