শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সম্মেলন

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর হলরুমে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টায় বিএসএফের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি কর্মকর্তারা গার্ড অব অনারসহ তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের এবং শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী অজিত কুমার বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় অন্যান্যদের মধ্যে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামিনু নবী চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আবুল কালাম আজাদ, বিএসএফের ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কে উমেশ, ১৫৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী মনিষ চন্দ্র সভায় উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন