শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়

গলাচিপা (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:৫২ এএম

 

গলাচিপা শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠনের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার, সহকর্মী ও অভিভাবকদের সাথে অসদাচরনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনের সড়কে সকাল ১০টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারিরা মিজানুর রহমানের অপসারন দাবি করেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন, বেল্লাল হাওলাদার, মোশারেফ হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ২০১৭ সালের ২ জানুয়ারি শিক্ষক মিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের পর নানা অনিয়ম, দুর্নীতি করে আসছেন। নিয়মিত কমিটির সকল সদস্যকে কুটকৌশলে পদত্যাগে বাধ্য করেন। শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনগণের অগোচরে ভোটার তালিকা ও তফছিল প্রনয়ন না করে তিনি তার ছোট ভাই মো. কালাম শরীফকে গত ২৪ সেপ্টেম্বর বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করে একটি পকেট কমিটি গঠন করেন। মিজানুর রহমান ছাত্র-ছাত্রী ভর্তি, স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, নিবন্ধন, ফরম পূরণ, সনদ বিতরণ, প্রশংসা পত্র বিতরণের টাকা কোন রশিদ প্রদান না করে নিজেই নগদ গ্রহণ করেন। এসব অনিয়ম, দুর্নীতি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তারা দাবি জানান। মিজানুর রহমান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন