বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেনাপোল দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ কালে আটক ১৭

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৫:১১ পিএম

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ’র সময় ১৭ নারী পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার দুপুরে বেনাপোলের শিকড়ী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আটককৃতদের বাড়ি যশোরের বিভিন্ন অঞ্চলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অদিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু চোরাই পথে বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১১ মহিলা ও ৬ পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলো গাতীপাড়া গ্রামের ফজলুল রহমানের ছেলে রনি মিয়া (২০), আবদুস সাত্তারের ছেলে ফারুক হোসেন (২৫), খলিল মন্ডলের ছেলে আহসান (৩০), আবদুস সাত্তারের ছেলে মনিরুজজান (২০), খোছতার আলীর ছেলে লালটু (২২), মতিয়ার রহমানের ছেলে সোহেল (২১), রেজাউল ইসলামের স্ত্রী মমতা (২৪), কালুর স্ত্রী আছমা (২০), বড় আচড়া গ্রামের আব্দুল রশিদের স্ত্রী হাসিনা (৩৫), যশোর শংকরপুর এলাকার বেলাল মিয়ার স্ত্রী পান্না (২৭), ইছাহক মিয়ার স্ত্রী চন্দনা (১৮), সিরাজ মিয়ার স্ত্রী শাহানাজ (৩০), আলমগীর হোসেনের স্ত্রী টুমপা (২৮), জহিরুল ইসলামের স্ত্রী শাহিদা (৩২), আসলামের স্ত্রী জোসনা (৩২), ইদ্রিস আলীর স্ত্রী নুর জাহান (৪০) ও যশোর শেখহাটি গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী ফরিদা (৩৫)
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হেযছে বেনাপোল পোর্ট থানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন