শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আকাশে ডানা মেললো বিশ্বের সবচেয়ে বড় বিমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৯:০৩ এএম

বিমানটির ওজন শুনলে বিস্ময়ে চোখ কপালে ওঠাই স্বাভাবিক। প্রায় ২,২৬,৮০০ কেজি। ঠিক তাই। বিমানের একটি পাখার বিস্তারও খুব কম নয়, ৩৮৫ ফুট। হ্যাঁ, এটাই বিশ্বের বৃহত্তম বিমান।

শনিবার ক্যালিফোর্নিয়ার মোহাভি মরু থেকে প্রথমবার উড়ল আকাশে। নির্মাতা স্ট্রাটোলঞ্চ-এর দাবি, ওজন যা-ই হোক, ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে উড়তে সক্ষম। মাইক্রোসফটের সহকারী প্রতিষ্ঠাতা পল অ্যালেন ২০১১ সালে স্ট্রাটোলঞ্চ প্রতিষ্ঠা করেন। মূলত রকেট বানায় সংস্থাটি।

প্রথম উড্ডয়নে ছয় ইঞ্জিনের বিমানটি ১৫,০০০ ফুট উঁচু দিয়ে উড়ে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে। পাইলট ছিলেন সাবেক এফ-১৬ বৈমানিক এভান টমাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আশিক ১৪ এপ্রিল, ২০১৯, ১০:২৩ এএম says : 0
শুভ কামনা রইলো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন