শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে এক পার্টিতে এলোপাথাড়ি গুলি, হতাহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১১:৩৮ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি পার্টিতে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জন নিহত হও ৬ জন আহত হয়েছে। পার্টিতে শতাধিক কিশোর উপস্থিত ছিল।

সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার জর্জিয়ার ডগলাস কাউন্টিতে একটি হাউস পার্টিতে গুলি চালায় বন্দুকধারী।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটলান্টা থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত ডগলাসভিলে হাউস পার্টিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই কারণে গুলি চালানো হয়।
ডগলাস কাউন্টি শেরিফের অফিস (ডিসিএসও) বন্দুকধারীর বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি। আততায়ীর সম্পর্কে তথ্য আছে এমন লোকদের অফিসে যোগাযোগের আহ্বান জানিয়েছে তারা।
গুলির সময় সেখানে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি উপস্থিত ছিল কিনা তা স্পষ্ট নয়, যা মালিক ডব্লিউএক্সআইএকে বলেছিলেন যে বাড়ির বাইরে একটি কুল-ডি-স্যাকে ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শেরিফ অফিস। সূত্র : সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Jashim Uddin ৬ মার্চ, ২০২৩, ১২:১৯ পিএম says : 0
হে আল্লাহ তুমি বিশ্ববাসীকে হেফাজত করো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ