বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

ঘূর্ণিঝড়ে বাংলাদেশে সেফটি চেক

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক প্রাকৃতিক কোন বিপর্যয়ের পর পরই আশেপাশের মানুষ নিরাপদ আছে কিনা সেটা জানতে তাদের  সেফটি চেক ফিচার চালু করে। বিপর্যয়ের এলাকায় থাকা ব্যবহারকারি এর মাধ্যমে বন্ধু ও পরিবারকে নিরাপদে আছে তা জানাতে পারে। গত শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় বাংলাদেশে সাইক্লোন রোয়ানু’র আঘাতে সারাদেশে কমপক্ষে ২৪ জন নিহত হওয়ার পাশাপাশি প্রায় এক লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা। এমতবস্থায় ফেসবুকের এই টুলটি দিয়ে আক্রান্ত এলাকার মানুষেরা নিজের নিরাপদে থাকার খবর বন্ধু ও পরিবারকে দিতে পারবেন। পাশাপাশি বন্ধুদের নিরাপদে থাকার খবরও পাবেন। তবে অনেক ব্যবহারকারি এই ফিচার নিয়ে সন্তুষ্ট নয়। কেননা উপকূলের কাছকাছি নয় বা দুর্যোগপূর্ণ এলাকায় না থেকেও এই সেফটি চেক ব্যবহার করে অনেকেই  সেফ দেখাচ্ছেন। আবার অনেকের মতে ফিচারটির সঠিক ব্যবহার না জানার কারণেই এমনটা হয়েছে।
লিপন দাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন