যুক্তরাজ্যে প্রথমবারের মতো ‘অ্যান্ড্রয়েড পে’ চালু করল মার্কিন ওয়েব জায়ান্ট গুগল। এর ফলে যুক্তরাজ্যের মোবাইল ফোন ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে সহজেই জিনিসপত্র কিনতে পারবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ‘ইন্ডিপেনডেন্ট’। এই লেনদেন ব্যবস্থায় মানুষ তাদের মোবাইল ফোন-কে ক্রেডিট’ কার্ড হিসেবে ব্যবহার করতে পারবে। এটা অ্যাপল পে-এর মতোই কাজ করবে, ফলে ক্রেডিট কার্ড-এর বদলে মোবাইল ফোনকে কার্ড রিডার-এর সংস্পর্শে আনলেই হবে। গুগলের আইও ইভেন্ট-এর কয়েক ঘন্টা আগে ইউএস.গুগল (টঝ.এড়ড়মষব) তাদের ঘরোয়া বাজারের বাইরে ‘অ্যান্ড্রয়েড পে’ প্রাপ্তির এই ঘোষণা দিয়েছে। অ্যান্ড্রয়েড পে ব্যবহার করার জন্য এই নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং অনুমোদিত ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড থাকতে হবে। গুগল জানিয়েছে, ‘কনটাক্টলেস পেমেন্ট’ গ্রহণযোগ্য সব স্থানে অ্যাপল পে-এর মতো অ্যান্ড্রয়েড পে ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা কোনো হার্ডওয়্যার দরকার নেই। এই সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোন আনলক না করে ৩০ পাউন্ড পর্যন্ত প্রদান করতে পারবে। অ্যাপল পে প্রতিবার ব্যবহার করার জন্য ফিঙ্গারপ্রিন্ট-এর দরকার হয়। অ্যান্ড্রয়েড পে-তে এরকম সমস্যা নেই। উচ্চমূল্যের কিছু ক্রয়ের জন্য ব্যবহারকারীদের পিন কোড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। অ্যান্ড্রয়েড পে-এর ব্যবহার দ্রুত আরও বিস্তৃত করবে। স আইটি ডেস্ক
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন