শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে ৩ বিদেশী পিস্তলসহ ২ জন গ্রেফতার

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের পুত্র মো. আলাউদ্দিন (৪৫) ও নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহর মৃত দুলা মিয়ার পুত্র মো. ইলিয়াছ (৩১)। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় সৌদিয়া পরিবহনের একটি গ্যারেজে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ জানায়, এসব অস্ত্র সৌদিয়া পরিবহনের একটি বাসযোগে ঢাকায় পাঠানোর কথা ছিল। তার আগে ডিবি পুলিশ তা আটক করতে সক্ষম হয়। গ্রেফতার ২ জনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন