খুলনা জেলা স্টেডিয়াম দীর্ঘ ৫ বছর পর আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে। খুলনা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির পুনরায় যাত্রা শুরু হলো। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ সোয়া ১১ কোটি টাকা ব্যয়ে এ স্টেডিয়াম পুননির্মান করে।
জানা গেছে, অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় ২০১৪ সালে খুলনা জেলা স্টেডিয়াম ভেঙে ফেলা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ ওই বছরই স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করে। এ কাজে মোট ১১ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ হয়। এ বরাদ্দ ব্যয়ে স্টেডিয়ামের ৬০০ ফুট গ্যালারি ও প্যাভিলিয়ন ভবন নির্মাণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই বরাদ্দে মাঠ সংস্কারের কথা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োজিত ঠিকাদার মাঠ সংস্কার করেনি। পরে খুলনা জেলা ক্রীড়া সংস্থা নিজস্ব অর্থায়নে এ মাঠ সংস্কার করে। উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, এ মাঠ পুনঃনির্মাণের মধ্য দিয়ে খুলনাবাসীর দীর্ঘদিনের দুঃখ দূর হল। খুলনা স্টেডিয়ামের গ্যালারির একটি অংশের কাজ এখনো বাকি আছে। দ্রæত সময়ের মধ্যে এর কাজ শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন