শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উইডোডোর জয়ের সম্ভাবনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৫:৩৭ পিএম

বিশ্বের সবচেয়ে বড় এক দিনের ভোট হল বৃহস্পতিবার, ইন্দোনেশিয়ায়। আট ঘণ্টা ধরে চলে এই ভোটগ্রহণ পর্ব। এই প্রথম এই দ্বীপপুঞ্জে পার্লামেন্ট, প্রেসিডেন্ট এবং আঞ্চলিক স্তরের ভোট একসঙ্গে এক দিনে হল। দেশের পূর্বতম প্রান্ত পাপুয়া প্রদেশে ভোট শুরু হয় সবার আগে। ফলাফল এখনই প্রকাশিত না হলেও বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বর্তমান প্রেসিডেন্ট জোকো উইডোডো-ই প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে ফের নির্বাচিত হতে চলেছেন।

বুধবার পূর্ব জাভায় টর্নেডোর জেরে দু’টি গ্রাম তছনছ হয়ে যায়। যার জেরে সেখানকার বুথগুলি অন্য সুরক্ষিত জায়গায় সরানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উনিশ কোটি মানুষ বৃহষ্পতিবার ভোট দিয়েছেন ইন্দোনেশিয়ায়। দেশের মোট জনসংখ্যার ৭৪ শতাংশ মানুষ ভোট দিতে সক্ষম। যে হেতেু এই প্রথম আঞ্চলিক, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন একসঙ্গে একই দিনে হচ্ছে, তা-ই এ বারের নির্বাচনী প্রক্রিয়াও ছিল বেশ জটিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন