ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেছেন, যুব সমাজ হচ্ছে দেশ গড়ার প্রধান হাতিয়ার। অথচ সঠিক পরিকল্পনার অভাবে আমাদের দেশের যুব সমাজ আজ খুন,ধর্ষন, চাঁদাবাজি, টেন্ডার, মাদক ও চোরাচালানসহ সকল ধরনের অপকর্মে লিপ্ত। এই যুব সমাজের আদর্শিকি উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেত। এই জন্য ইসলামী আন্দোন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন দেশের যুবকদেরকে নৈতিকভাবে আদর্শবান ও চরিত্রবান করে গড়ে তুলতে সদা কাজ করে যাচ্ছে।তিনি আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ পেসক্লাব মিলনায়তনে ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি সৈয়দ আলী মোস্তফা, সেক্রেটারি মোঃ শাহাদাত হোসেন,ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা আলহাজ্ব সুলতান আহমেদ খান ও কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সভাপিত হাজী হানিফ মেম্বার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলননেতা মাওলানা ওয়াহিদুল ইসলাম, হাফেজ মেরাজ হোসেন প্রমুখ। সম্মেলন শেষে তিন বছর মেয়াদে ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের নব নির্বাচিত সভাপতি, সহসভাপতি , সাধারন সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচিত ব্যাক্তিদের নাম ঘোষনা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন