সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

তুরস্ক সফরে বাংলাদেশী উলামা মাশায়েখ প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৫:৩০ পিএম | আপডেট : ৫:৩৫ পিএম, ১৯ এপ্রিল, ২০১৯

ইস্তাম্বুলের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক ফাউন্ডেশনের আমন্ত্রণে আট দিন ব্যাপী সেমিনার কর্মশালা ও ঐতিহাসিক স্থান ভ্রমণ উপলক্ষ্যে বাংলাদেশী উলামা মাশায়েখদের একটি প্রতিনিধি দল ১৯ এপ্রিল ভোরে টার্কিশ এয়ার লাইন্স যোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে ৯ সদস্যের একটি আলেম শিক্ষাবিদ ও ইসলাম প্রচারক দল এবং উলামা মাশায়েখ ও স্কলার্স ইউনিটি বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভীর নেতৃত্বে ৯ জন মাশায়েখ, বুদ্ধিজীবী ও চিন্তাবিদ গ্রুপ এ প্রতিনিধি দলে রয়েছেন। তারা তুরস্ক বাংলাদেশের সার্বিক সুসম্পর্ক, বিশেষ করে দীনি ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ উন্নয়নে নতুন গতি সৃষ্টির বিষয়ে সেদেশের দীনি ও আধ্যাত্মিক অঙ্গনে বিভিন্ন কর্মসূচীতে যোগদান এবং সংলাপ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন