শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁর পত্নীতলায় ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৭:৫৯ পিএম

নওগাঁর পত্নীতলায় গোপন সংবাদের ভিত্তিতে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ এর সদস্যরা । জানাগেছে, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আশরাফ আলীর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুঃ সাড়ে ১১টায় সীমান্ত পিলার ২৬০/৪ হতে আনুঃ ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৩৮ হাজার টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে টহল দল আটক/সনাক্ত করতে সক্ষম হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন