পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে রান্না করা কাঁকড়া খেয়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অপর একজন। কাঁকড়া খাওয়ার পর বিষক্রিয়া মৃত্যুবরণকারী মাহফুজুর রহমান নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তাদের বাসা নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায়। নিহতের পরিবারের সদস্যরা জানান, মাহফুজ বন্ধুকে নিয়ে পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে কাঁকড়া ভাজা খায়। এরপর তারা দুজন অসুস্থ হয়ে পড়লে তাদের আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাহফুজকে মৃত ঘোষণা করা হয়। বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন