বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রীলংকায় বোমা হামলা: সতর্ক অবস্থানে সিলেট পুলিশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ৬:৫৫ পিএম

শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এবং পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে সিলেটে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনার আলোকে এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।

এব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে ব্যাপারে নজরদারি চলছে।’
এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ‘শবে বরাতে কেউ আতশবাজি করা কিংবা পটকা ফুটাতে পারবে না। এরকম কাজে কাউকে পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ এবং হযরত শাহপরান (রহ.) এর দরগাহসহ সকল মসজিদেও নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে কঠোর অবস্থানে রয়েছে জেলা ও মহানগর পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ এর সদস্যরাও মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন