শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণসহ আটক ১

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ রফিক উল্লাহ (৩৬) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। গত রোববার দুপুরে দুবাই থেকে আসা এফ-২৫৫৮৯ ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওইদিন রাতে পতেঙ্গা থানায় তাকে সোপর্দ করা হয়। চট্টগ্রামের শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা জানান, দুবাই থেকে ওই ফ্লাইটে আসার পর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি অবৈধ কোনো কিছু নেই বলে দাবি করেন। পরে শরীর তল্লাশি করে একশ গ্রাম স্বর্ণ ও কোমরের বেল্টে স্বর্ণের বকলেস পাওয়া যায়। পরে যাত্রীর ব্যাগে তল্লাশি করে সাত পিস চাকতি, স্বর্ণের বকলেস একটি, স্বর্ণের পাতসহ এক হাজার ৯৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন