প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অর্šÍভুক্ত করার কোন সুযোগ নেই। নতুন করে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হচ্ছে সেটা আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত হয়েছে। ঈদের পরেই পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলার ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমের উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন।
ভোটের রেজাল্ট দ্রæত ঘোষণার ব্যাপারে সিইসি বলেন, সব নির্বাচনে ইভিএম-এর ব্যবহার করা গেলেই শুধুমাত্র দ্রæত ফলাফল ঘোষণা করা সম্ভব। আগামীতে সব স্থানীয় পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে।
জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন