পাবনা ঢালার চরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্যদের হাতে ৩ পুলিশ হত্যা মামলার রায়ে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়াা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।
রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলায় মোট ১৫ জন আসামি ছিলো। এর মধ্যে চার আসামি গত বছর ক্রসফায়ারে নিহত হয়েছে। বাকি ১১ আসামির মধ্যে আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এদের মধ্যে দুইজন পলাতক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২০ জুলাই পাবনার বেডায় চরমপন্থীদের হাতে নিমর্মভাবে খুন হন তিন পুলিশ সদস্য
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন