ওজন বাড়াতে গলদা চিংড়িতে জেলি আর পোয়া মাছে দেয়া হয় লাল রঙ। এমন ৭৫ কেজি মাছ ফেলে দেয়া হলো বড় নর্দমায়। গতকাল বৃহস্পতিবার নগরীর ফিশারিঘাটে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
তিনি বলেন, ওজন বাড়াতে জেলি পুশ করা হয় গলদা চিংড়ির শরীরে। অন্যদিকে দাম বেশি আদায় করতে সাদা পোয়া মাছে মেশানো হয় লাল রং! এ সময় চিংড়িতে জেলি, পোয়া মাছে রং এবং জাটকা বিক্রির অপরাধে ৩ মাছ বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলি মিশ্রিত ২৫ কেজি চিংড়ি, ক্ষতিকর রং মিশ্রিত ৪৫ কেজি পোয়া মাছ এবং ৫ কেজি জাটকা জব্দ করে ড্রেনে ফেলে নষ্ট করা হয়। অভিযানে মৎস্য পরিদর্শক হিরন মিয়া, উপ-সহকারি পরিচালক সৈকত শর্মা এবং পুলিশের সদস্যরা অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন