শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম বন্দর দিবসের অনুষ্ঠান শুরু

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের ১৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বন্দর দিবস’-এর তিনদিনের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলনের মাধ্যমে বন্দর দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ। এ সময় বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমডোর খন্দকার আকতার হোসেন, সচিব মোঃ ওমর ফারুকসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে বন্দর ভবনসহ বিভিন্ন স্থাপনা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী গণসংযোগ কর্মকর্তা শফিউল আজম দৈনিক ইনকিলাবকে বলেন, আজ শুক্রবার বন্দর এলাকার মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে বন্দরের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। আগামীকাল শনিবার শেষ দিনের অনুষ্ঠানমালায় রয়েছে সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, দুপুরে বন্দর রিপাবলিক ক্লাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন