মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রোতাদের মন মাতাতে এলো রবি-ইয়োন্ডার মিউজিক

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ দেশের সঙ্গীতাঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে মোবাইল ফোন অপারেটর রবি। নিউইয়র্কভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে রবি ইয়োন্ডার মিউজিক সেবা চালু করেছে অপারেটরটি। সেবাটির আওতায় গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন। গতকাল (মঙ্গলবার) রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এর ফলে রবি গ্রাহকরা বিনামূল্যে রবি ইয়োন্ডার মিউজিক থেকে গান উপভোগ করতে পারবেন। এজন্য কোনো অ্যাপ্লিকেশন চার্জ, সাবসক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ প্রদান করতে হবে না। রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গানের এ বিপুল সম্ভারে প্রবেশ করতে পারবেন। ইয়োন্ডার মিউজিক সার্ভিসটি ওয়াই-ফাই নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে। প্লাটফরমটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্বের মর্যাদাও নিশ্চিত করেছে, অ্যাপটিতে তাদের গান যতবার শোনা হবে সে অনুযায়ী তারা একটি নির্দিষ্ট সম্মানী পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবি ইয়োন্ডার মিউজিকের শিল্পীদের- হাবিব, অর্ণব, বাপ্পা, কণা, এলিটা, চিরকুট, নেমেসিস, বালাম, হৃদয় খান ও অন্য শিল্পীদের গাওয়া বজ্রে শিরোনামের উদ্বোধনী সঙ্গীতটি। গানটি প্রযোজনা করেছেন অর্ণব। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী থেকে নেয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ গানটি একটি ধ্রæপদী সঙ্গীত। গতকাল ভিডিও সংস্করণসহ গানটি মুক্তি পেয়েছে যাতে ইয়োন্ডার মিউজিকের সব তারকা এবং দেশের প্রথম সারির লোকশিল্পীরা অংশ নেন। এটি বাংলাদেশের সঙ্গীত জগতের একাত্মতা, ঐক্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রতিফলন।
বজ্রে গানটি মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শুরু হলো বছরজুড়ে উল্লিখিত তারকা শিল্পীদের গাওয়া বিভিন্ন গানের আয়োজন। এর মধ্যে শুরুতেই থাকছে চিরকুট এবং যুক্তরাষ্ট্রভিত্তিক পপ গানের দল টোয়েন্টিফোর-হোরাস’র যৌথ পরিবেশনা। এছাড়া রবি ইয়োন্ডার মিউজিকের বিভিন্ন শিল্পীর একক গানের অ্যালবাম ছাড়াও মুক্তি পাবে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীর সাথে যৌথভাবে গাওয়া বিভিন্ন গান।
রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোনো গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে যাতে তিনি অফলাইন থাকার সময়ও পছন্দের গানটি শুনতে পান। আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করা যাবে। ইমেইল আইডি বা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করে গানগুলো শুনতে পারবেন গ্রাহকরা। গানের এক বিশাল সংগ্রহশালা উন্মুক্ত করার মাধ্যমে রবি ইয়োন্ডার মিউজিক অনলাইনে গানের পাইরেসি রোধে সহায়ক ভূমিকা পালন করবে।
ইয়োন্ডার মিউজিক ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, ‘ইয়োন্ডার বাংলাদেশে রবি’র সাথে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসার মাধ্যমে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবি’র গ্রাহকরা মেবাইল ব্রডব্যান্ড প্ল্যানের আওতায় শুনতে পাবেন সেরা গানগুলো। এদেশের শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের সাথে গাওয়া নতুন নতুন গান শ্রোতদের উপহার দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
রবি-ইয়োন্ডার মিউজিক সেবার উদ্বোধনকে দেশের সঙ্গীতাঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে অভিহিত করে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে বলেন, ‘শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি হিসেবে রবি ইয়োন্ডার মিউজিক সেবা চালু করতে পেরে গর্বিত। যার মাধ্যমে আমাদের গ্রাহকরা বিনামূল্যে দেশ-বিদেশের গানের এক বিপুল সম্ভার হাতে পাবেন। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীবৃন্দের অব্যাহত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ সঙ্গীতপ্রেমীর জীবনে এক বড় ধরনের পরিবর্তন আসবে।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র বিজনেস অপারেশনস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট, ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যান্ড এম- টেকনোলজিস অ্যান্ড সল্যুশন্স’র ভাইস প্রেসিডেন্ট বীরাঙ্গা সেনেবীরতেœ, ভ্যাল্যু অ্যাডেড সার্ভিসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার এবং ইয়োন্ডার মিউজিকের প্রেসিডেন্ট (এশিয়া) আদিত্য সামানওয়্যার, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম ও প্রজেক্ট ম্যানেজার আহসান গুনাতিলাকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন