শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ীতে লালন সংগীত সন্ধ্যায় মুখরিত ভক্তরা

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:৩২ পিএম

‘মানুষ ভোজলে, সোনার মানুষ হবি’ উপ-মাহদেশের খ্যাতনামা সাধক লালন সাইজির স্মরণে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাসষ্ট্যান্ড লালন সংঘের উদ্যোগে লালন সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
একতারার টুন-টান শব্দ, বাঁশির সুর, মরমী সংগীত আর সাধু-গুরুর পদচারণে মুখরিত লালন সংগীত সন্ধ্যার মঞ্চ।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় লালনের বাণীগুলো ধারণ ও লালন করে ৬ বছরের ন্যায় এবারো লালন সংগীত সন্ধ্যার আয়োজন করেন।
গানে গানে চলে ফকির লালন সাইয়ের স্মরণ। গানে গানে কুসংস্কারমুক্ত সমাজ গঠন ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়া এই মহান সাধকের স্মরণে প্রতিবছরের মত এবারও জড়ো হয়েছেন রাজবাড়ী সহ পাশ্ববর্তি জেলার শত শত লালন ভক্ত ।
কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোয়ালন্দ সহ বিভিন্ন জেলা হতে লালন ভক্ত সাধুরা ও শিল্পীরা লালনের মর্মবাণী তাদের গানের মধ্য দিয়ে তুলে ধরছেন।
খানখানাপুর বাসষ্ট্যান্ড লালন সংঘের মো. কাশেম শেখ, মো. সুমন সরদার, মো. জাহিদুল ইসলাম সহ সংঠনের একাধিক লালন ভক্তরা উপস্থিত ছিলেন।
গুরু- শিষ্যের ভাবালাপের মাধ্যমেই মানুষকে চেনা যায়, ভালোবাসা যায়। আর, এটাই ফকির লালন সাইয়ের দর্শন বলে জানান সাধু ভক্তরা। লালন সন্ধ্যাকে ঘিরেই পাশে বসে গ্রামীণ মেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন