নোয়াখালী ব্যুরো : নোয়াখালী পৌরসভা নির্বাচন বয়কট করলেন বিএনপির মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ। আজ সকাল সাড়ে ১১টায় বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. সাহজাহান এর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন যে, বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। ভোটারদের থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা মার্কার প্রতীকে সিল মারা হচ্ছে। এসব বিষয়য়ে প্রশাসন সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। সুতরাং সার্বিক বিষয় বিবেচনা করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা প্রদান করেন। এসময় বিএনপি’র যুগ্ম-মহাসচিব মো. সাহজাহান, জেলা সিনিয়র সহ সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, সুধারাম থানা বিএনপি’র সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুর রহমান ও সুধারাম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন