শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁর পত্নীতলায় ২জন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ৬:৪২ পিএম

নওগাঁর পত্নীতলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে, পত্নীতলা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার নজিপুর ঘোষপাড়া এলাকায় গোপন সংবাদে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ,উপজেলার নজিপুর মাষ্টারপাড়ার গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের ছেলে বেলাল হোসেন(৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম, মুখপুরি (৪৫)। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী সূত্রে জানা গেছে। পত্নীতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। সকালে বেলাল হোসেন এর বাড়ীতে স্বামী ও স্ত্রী দুই জনকে পুলিশ তল্লাশী করে তাদের কাছে ১শত পিচ ইয়াবা টাবলেট পাওয়া যায়। পরে ত স্বামী ও স্ত্রীকে পত্নীতলা থানাতে মাদক ব্যবসায়ী হিসাবে একটি মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠান থানা পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন