রাজধানীর ধানমন্ডিতে ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (আই.এস.টি) মিলনায়তনে গতকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক মন্ত্রী আ.স.ম আব্দুর রব। সভাপতিত্ব করেন আই.এস.টি’র পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকালটির সাবেক ডীন প্রফেসর ড. শাহিদা রফিক। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ইসমাইল জবিউল্লাহ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, অনুষ্ঠানের সমন্বয়কারী আই.এস.টি’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. সালেহ মুহম্মদ রফিক, আই.এস.টি’র উপ-পরিচালক ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান ড. মোঃ ইউনুছ মিয়া, উপ-পরিচালক ও সিএসই বিভাগীয় প্রধান এম.এ. মজিদ, ইসিই বিভাগীয় প্রধান রুনা রোখসানা খান, বিবিএ বিভাগীয় প্রধান এস.এম. জিয়াউল হাসান, অভিভাবক প্রতিনিধি কাজী হাসিবুদ্দীন আহমেদ ও জিয়াউল হক মোমেন। সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক দ্বিতী ইয়াসমিন ও প্রভাষক মুন্তাসির বিল্লাহ মুন্না। প্রধান অতিথি আ স ম আবদুর রব এবং প্রফেসর ড: শাহিদা রফিক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আই.এস.টির ইসিই ও সিএসই বিভাগের শিক্ষার্থীগণ ইলেক্ট্রনিক্স প্রজেক্ট এন্ড সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন করেন।
দ্বিতীয় পর্বে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের পরামর্শদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই.এস.টির পরিচালক বীর মুক্তিযোদ্ধা সালেহ মুহম্মদ রফিক। বক্তব্য দেন প্রফেসর ড. শাহিদা রফিক। শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন