বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দলিল লেখক সমিতির পরামর্শ সভা

সংগঠন সংবাদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে প্রত্যেক জেলার নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সমন্বয়ে পরামর্শ সভা গতকাল শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব নূর আলম ভূইয়া। সাধারন সম্পাদক জোবায়ের আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রেজা। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর, খোরশেদ আলম বাবুল, প্রদীপ পাল নিতাই, যুগ্ম সাধারন সম্পাদক ফরিদুর রহমান, এম মুক্তার আহমেদ, সিদ্দিকুর রহমান, মুহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন খন্দকার ও নাসির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক হাজী আলী আকবর প্রমুখ।
সংগঠনের সভাপতি আলহাজ্ব নুর আলম ভুইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জন্য সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জনগনের পাশে থেকে সেবা করার জন্য বাংলাদেশের সকল দলিল লেখকদেরকে আহবান জানান। অনুষ্ঠানে দলিল লেখকরা সরকারের কাছে দলিল কাউন্সিল (প্রশিক্ষণ ইনস্টিটিউট) গঠন করার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন