শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলে এসআই’র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানা ঘেরাও

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১:৪১ পিএম

টাঙ্গাইল মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জেসমিন আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে থানা ঘেরাও করেছে সদর উপজেলার বেলতা গ্রামবাসী।
এ সময় বিক্ষুব্ধ জনতা ওই এসআইয়ের প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে, তারা থানা এলাকা ত্যাগ করে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলছে, প্রবাসীর স্ত্রী রেজিয়া বেগম হত্যা মামলায় অজ্ঞাতপরিচয়ের আসামি থাকায় পুলিশ বিভিন্ন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরই ধারাবাহিকতায় এসআই জেসমিন ও তার সোর্স বক্কর হোসেন কয়েকজনকে আটক করে মোটা অঙ্কের টাকা আদায় করেন।
শনিবার বক্কর হোসেন রক্ষিত বেলতা এলাকায় আয়নাল হকের বাসায় গিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে কয়েকজন মিলে বক্কর হোসেনকে আটক করে। খবর পেয়ে এসআই জেসমিন ও ওয়াজেদ ঘটনাস্থলে যান। তারা বক্করকে উদ্ধার করে রওনা হতে চাইলে, গ্রামবাসী তাদেরও আটক করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করে।
এ ঘটনার জেরে রাত ৮টায় গ্রামবাসী একত্র হয়ে এসআই জেসমিনের প্রত্যাহার ও সোর্স বক্করের বিচারের দাবিতে থানা ঘেরাও করে।
রক্ষিত বেলতা গ্রামের হারেজ আলী বলেন, দুই সপ্তাহ আগে আমাকে ধরে থানায় নিয়ে আসেন জেসমিন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে আমাকে ছাড়েন তারা।
সুফিয়া বেগম, আয়নাল হকসহ জেসমিনের বিরুদ্ধে একই অভিযোগ ওই গ্রামের আরও অনেকের।
তবে এ ব্যাপারে এসআই জেসমিন বলেন, আমি নিজের দায়িত্ব পালন করেছি।
টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান বলেন, গ্রামবাসী অভিযোগ দিতে এসেছিল। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে, তদন্ত করে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন