অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে নারীসহ ৯ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আজ সোমবার বিকেলে বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ২১ বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৩ জন নারী ৪ জন ও ২ জন শিশু রয়েছে। যশোরের মনিরামপুর এলাকার সামিউলের ছেলে মেয়ে আজিজুর (২৮) ও আজিম (০৭) এবং মেয়ে অঞ্জলী (০৮), আজিজুর রহমানের মেয়ে নিলা (১৯), সাহেব আলীর ছেলে মজিবর রহমান (৪০) ও মেয়ে মনিরা (১৬), মজিবরের ছেলে মুন্না(২০) ও রাজিব (১৮) আ:রহিমের মেয়ে সালেহা খাতুন ।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত হতে অবৈধভাবে একদল নারী, পুরুষ সীমাšত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে ৯ জন নারী পুরুষ ও শিশুকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
আটকদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে ১১(৩) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন