শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুতুবদিয়ায় বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:১৮ পিএম | আপডেট : ১২:২৪ পিএম, ৩০ এপ্রিল, ২০১৯

কুতুবদিয়ায় দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন জলদস্যু নিহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল ) ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের শাহ আলম সিকদারপাড়ার ছৈয়দুল আলমের ছেলে এরফান হোসেন ওরফে এরফান মাঝি (৩২) ও লেমশিখালী ইউনিয়নের সামিরাপাড়ার এনামুল হকের ছেলে নুর হোসেন (২৬)।

থানা সূত্রে জানা যায়, নিহত দুইজনই জলদস্যু। এর মধ্যে এরফানের বিরুদ্ধে ডাকাতি, জলদস্যুতাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা এবং নুর হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, মঙ্গলবার ভোররাতে ফতেহআলী সিকদারপাড়া বিল এলাকায় দুই পক্ষের গোলাগুলির ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটানাস্থলে যায়।

ঘটনাস্থল থেকে অহত দুজনকে হাসপাতালে পাঠায়। সেখান থেকে একটি বন্দুক ও রাইফেলের চারটি খালি কার্তুজ এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন