টাঙ্গাইলের ভূঞাপুরে অপসংস্কৃতি হতে মানুষকে ফেরাতে ৩০ এপ্রিল মঙ্গলবার কওমী ছাত্র পরিষদের উদ্যোগে এক ইসলামী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী সঙ্গীত সন্ধ্যায় পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত, উর্দূ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। এতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পর্ন হাফেজ, বিশ্বের ৭৩ টি দেশের হাফেজদের অংশ গ্রহনে তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ নাজমুস সাকিব। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব,আবাবিল ও কন্ঠধ¦নী শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কওমী ছাত্র পরিষদের সহ-সভাপতি হাসসান বিন হাফিজ। বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ এ ইসলামী সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন