শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রতিষ্ঠাকালীন ভিত্তি ফলক ভেঙে ফেললো কুবি প্রশাসন

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ১২:০৫ এএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন ভিত্তি ফলকটি বুধবার রাতে ভেঙ্গে ফেলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় অবস্থিত ভিত্তি ফলকটি ভাঙ্গার শুরু করে একদল শ্রমিক। 

ভাঙ্গার কাজে কর্মরত শ্রমিকরা জানান বিশ্ববিদ্যালয়ের সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্য্য বর্ধন প্রকল্পের আওতায় এ ফলকটি তারা ভাঙ্গছে। তবে ফলকটি পুন:প্রতিস্থাপন ছাড়াই ভাঙ্গার শুরু করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ফলকটি ভাঙ্গার সময় উপস্থিত অন্তত ১০ জন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, ভিত্তি ফলকটি আমাদের অস্থিত্বের প্রতীক, এই বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম স্থাপনা ভিত্তিফলকটিকে অন্য কোথাও প্রতিস্থাপন করে ভাঙ্গা উচিত ছিলো।’ এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক সম্প্রসারণ এবং সৌন্দর্য্য বর্ধনের জন্য ভিত্তিফলকটি ভাঙ্গা হচ্ছে পরে এটি সুবিধাজনক স্থানে স্থানান্তর করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন