নগরীতে আজ বুধবার মহান মে দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রমিক লীগ, জাতীয়তাবাদি শ্রমিক দল, গ্রার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সংগঠন দিবসটি পালন করবে। পরিবহন শ্রমিকরা প্রতিবারের মতো যানবাহন চলাচল বন্ধ রেখে শ্রমিক সমাবেশসহ নানা কর্মূচিতে যোগ দেবেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হবে। বোয়ালখালী সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে বিকেল ৩ টায় বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে মে দিবসের গান কবিতা, কথামালা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন